thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ঝিনাইদহে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ৬

২০১৩ ডিসেম্বর ০৮ ১৩:৪৮:২২
ঝিনাইদহে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ৬

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের আরাপপুরে পুলিশ-অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড টিয়ারশেল ও ২৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল ঝিনাইদহ-ঢাকা, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুরে পৌঁছায়। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। অবরোধকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণ করে। সংঘর্ষে পুলিশের এসআই মিলন, কনস্টেবল মিঠুন ও সুবহানসহ ৬ জন আহত হন।

জেলা যুবদলরে যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহী শিমুল অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(দ্য রিপোর্ট/টিএম/এস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর