thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল 25, ১০ বৈশাখ ১৪৩২,  ২৫ শাওয়াল 1446

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও বড় জাহাজ !

২০১৩ ডিসেম্বর ০৮ ১৪:৪১:৪৮
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও বড় জাহাজ !

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ‘প্রিলুড’। ১৬০১ ফুট উচ্চতার এই জাহাজটি যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও ১৫০ ফুট উঁচু। উজ্জল লাল রংয়ের এ জাহাজটির ওজন ছয় লাখ টন। আর জাহাজটি ২৪৩ ফুট চওড়া।

২০১০০ অশ্বশক্তির তিন ইঞ্জিনবিশিষ্ট এ জাহাজটির নির্মাণে পুরো এক বছর সময় লেগেছে।

দানবীয় এ জাহাজটির ইঞ্জিন কিন্তু তরল প্রাকৃতিক গ্যাসের সাহায্যে শক্তি পাবে। এর এই গ্যাস জাহাজটি চলা অবস্থায়ই গভীর সমুদ্র থেকে উত্তোলন করা হবে।

এদিকে এতবড় জাহাজটির নিরাপত্তার বিষয়টিও বেশ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করেছেন নির্মাতারা। ১৭৫টি অলিম্পিক সুইমিং পুলের সমপরিমাণ প্রাকৃতিক গ্যাস সব সময়ই মজুদ রাখতে পারবে জাহাজটি। স্ট্যাচু অব লিবার্টির সামন উচ্চতার মাস্তুল জাহাজটিকে ক্যাটাগরি পাঁচমাত্রার হ্যারিকেনের সময় ভাসিয়ে রাখতে সাহায্য করবে।

২০১৭ সাল নাগাদ অস্ট্রেলিয়া থেকে জাহাজটি যাত্রা শুরু করবে। জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ (সেল) এরই মধ্যে প্রিলুডের চেয়েও বড় জাহাজের নির্মাণ কাজ শুরু করেছে।

(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর