thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে শিলা দীক্ষিতের পদত্যাগ

২০১৩ ডিসেম্বর ০৮ ১৪:৪৬:১৯
দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে শিলা দীক্ষিতের পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক : নয়াদিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন শিলা দীক্ষিত। নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়লাভের পর গভর্নর নাজিব জংয়ের কাছে পদত্যাগপত্র পাঠান শিলা দীক্ষিত।

এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৫ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিজেপি। ১৫ বছর ধরে নয়াদিল্লির আসনটি কংগ্রেসের দখলেই ছিল।

৪ ডিসেম্বর ভারতের পাঁচ রাজ্যের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রবিবার থেকে ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফলাফলে দেখা গেছে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৩৭টি আসন পেয়েছে বিজেপি। আম আদমি পার্টি (এএপি) পেয়েছে ২০টি আসন। আর কংগ্রেস পেয়েছে মাত্র নয়টি আসন।

মাত্র নয় মাস আগে আম আদমি পার্টি গঠিত হয়। নবগঠিত একটি দল কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি না নিয়েও এত ভালো ফলাফল করতে পারে, তা আশা করেননি অনেকেই।

নয়াদিল্লি ছাড়াই মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপি জিততে যাচ্ছে বলে প্রাথমিক ফলাফলে দেখা গেছে। তবে ছত্তিশগড় কংগ্রেসের দখলেই থাকবে বলে প্রাথমিক ফলাফলে দেখা গেছে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর