thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আকাশ প্রতিরক্ষা অঞ্চলের পরিধি বাড়ানোর ঘোষণা দ. কোরিয়ার

২০১৩ ডিসেম্বর ০৮ ১৪:৪৯:৪১
আকাশ প্রতিরক্ষা অঞ্চলের পরিধি বাড়ানোর ঘোষণা দ. কোরিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক : আকাশ প্রতিরক্ষা অঞ্চলের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই আকাশ প্রতিরক্ষা অঞ্চলের পরিধি বাড়ানো হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, চীনের ঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কিছু অংশ দক্ষিণ কোরিয়ার ঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলের মধ্যে পড়বে।

চীন ও দক্ষিণ কোরিয়ার ঘোষিত ওই আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের মালিকানা দুই দেশই দাবি করে আসছে।

গত মাসে পূর্ব চীন সাগরে আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের (এডিআইজেড) ঘোষণা দেয়। এর ফলে ওই অঞ্চলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

চীনের ঘোষিত ওই আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কয়েকটি দ্বীপের মালিকানা চীন ও জাপান দাবি করে আসছে।

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চলকে চ্যালেঞ্জ করে ওই অঞ্চলে তাদের সামরিক বিমান পাঠিয়েছে। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর