thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সিরাজগঞ্জে বোমাসহ ৩ ডাকাত আটক

২০১৩ ডিসেম্বর ০৮ ১৪:৫১:৩৫
সিরাজগঞ্জে বোমাসহ ৩ ডাকাত আটক

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে বোমাসহ ৩ ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার ভোররাতে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো- রায়গঞ্জ উপজেলার হাতেম হাসিল গ্রামের ফজর আলী শেখের পুত্র লালন শেখ, পাবনা জেলার ভাড়াড়া গ্রামের তাহুল খাঁর ছেলে আলীম খান ও পাবনা থানার কল্যাণপুর গ্রামের তজিম উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলছিয়া ভেরিপাড়া মাঠে পল্লী সোনাই গ্রামে আইনালের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় দুটি ককটেল বোমাসহ তিন ডাকাতকে আটক করে এলাকাবাসী। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/হা/এফএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর