thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

২০১৩ ডিসেম্বর ০৮ ১৪:৫১:৫৭
পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।

ফিলিস্তিনের একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, জেলাজুওন শরণার্থী ক্যাম্পের কাছে শনিবারের সংঘর্ষে ওয়াজিদ আল-রামহি (১৫) নামের ওই কিশোর নিহত হয়। ওই ক্যাম্পটি ইসরায়েলের বেইত এল বসতির কাছে অবস্থিত।

ইসরায়েলের সংবাদ বিষয়ক ওয়েবসাইট ইনেট জানায়, ওই কিশোরকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ ঘটনা নিশ্চিত বা অস্বীকার করেনি।

এ নিয়ে চলতি বছরে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৬ জিন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান জানান, নয়মাস সময়সীমার মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা থেকে কোনো ফলপ্রসু সীদ্ধান্তে আসা সম্ভব নয়। তারপরও দীর্ঘ সময় ধরে চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে এ আলোচনা অব্যাহত রাখা উচিত। সূত্র: এএফপি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর