thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কেনিয়ায় জাতিগত সংঘাতে নিহত ১০

২০১৩ ডিসেম্বর ০৮ ১৪:৫৮:৩৮
কেনিয়ায় জাতিগত সংঘাতে নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক : কেনিয়ার উত্তরাঞ্চলের মোয়ালি শহরে জাতিগত সংঘাতে শনিবার ১০ জন নিহত হয়েছেন।

প্রায় এক সপ্তাহ ধরে চলা সংঘাতে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শহরটির বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও মানবাধিকারকর্মীরা জানিয়েছেন।

শহরটির দুই লাখেরও বেশি মানুষ পার্শ্ববর্তী ইথিওপিয়ায় পালিয়ে গেছে বলে কেনিয়ার একজন রেডক্রসকর্মী জানিয়েছেন।

ইথিওপিয়ার সীমান্তবর্তী মারাসাবিত প্রদেশের মোয়ালি শহরে বোরানা গোষ্ঠীর সঙ্গে গাব্রা ও বুরজি গোষ্ঠীর দীর্ঘদিন ধরেই সংঘাত চলছিল।

চলতি বছর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের টুরকানা অঞ্চলেও এ ধরনের সংঘাতের ঘটনা ঘটে। সূত্র: আল জাজিরা।

(দ্য রিপোর্ট/কেএন/নূরু/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর