thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

কুড়িগ্রামে পেঁয়াজের কেজি ১৫০ টাকা

২০১৩ ডিসেম্বর ০৮ ১৫:২০:৫৯
কুড়িগ্রামে পেঁয়াজের কেজি ১৫০ টাকা

কুড়িগ্রাম সংবাদদাতা : দেশব্যাপী অব্যাহত অবরোধ ও হরতালের ফলে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে প্রতিকেজি পেঁয়াজে ৭০ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। এখন প্রতিকেজি পেঁয়াজ ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভিতরবন্দ, যাত্রাপুর, রায়গঞ্জ, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, খড়িবাড়ী, উলিপুরসহ ছোটবড় বিভিন্ন হাটবাজারে রবিবার প্রতিকেজি পেঁয়াজ ১৪০, ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

ভিতরবন্দ বাজারের মুদি ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, শনিবার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করলাম সেই পেঁয়াজ রবিবার ১৫০ টাকায় বিক্রি করছি।

কুড়িগ্রামের আড়তদার বাদশা আলম ঝন্টু জানান, হরতাল-অবরোধে কোনো গাড়ি ঢুকতে পারছে না। তাই এই অবস্থা।

নাগেশ্বরী বাজারের মুদি ব্যবসায়ী ইয়াকুব আলী জানান, কুড়িগ্রামের মোকামে কোনো পেঁয়াজ নেই। যাদের ঘরে পেঁয়াজ আছে তারা এখন ইচ্ছামাফিক দরে বিক্রি করছে। সাধারণ ভোক্তারা পেঁয়াজের দাম সহনশীল পর্যায়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।

(দ্য রিপোর্ট/এসএএস/নূরু/এফএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর