thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘ফ্যাসিবাদী সরকারের পতন সময়ের ব্যাপার’

২০১৩ ডিসেম্বর ০৮ ১৫:৪১:১৯
‘ফ্যাসিবাদী সরকারের পতন সময়ের ব্যাপার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেছেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’

নয়াপল্টনে রবিবার সকালে ন্যাপ মিলনায়তনে এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান ফ্যাসিবাদী ও অবৈধ সরকারের জনপ্রিয়তা শূন্যের কোটায়। তাদের প্রতি জনগণের সমর্থন তলানিতে। তাদের পতনঘণ্টা বেজে গেছে।

গাণি আরো বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র সবকিছুই এখন হুমকির মুখে। ষড়যন্ত্রকারীদের কালো থাবায় বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ক্ষত-বিক্ষত। শক্তিশালী দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে জনগণের বিজয় সুনিশ্চিত করতে হবে।

যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য গোলাম সারওয়ার খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী টিটো, আহসান হাবিব খাজা, নগর সভাপতি মোড়ল আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুননবী ডাবলু, বাংলাদেশ কৃষক ন্যাপ যুগ্ম-আহ্বায়ক মো. কামাল ভুইয়া প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএ/নূরু/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর