thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

বোনম্যারো ট্রান্সপ্লান্টের পর ফিরে এলো এইচআইভি

২০১৩ ডিসেম্বর ০৮ ১৫:৫০:৩৩
বোনম্যারো ট্রান্সপ্লান্টের পর ফিরে এলো এইচআইভি

দ্য রিপোর্ট ডেস্ক : দুইজন রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা আশা করেছিলেন বোনম্যারো ট্রান্সপ্লান্টের পর এইচআইভি সেরে যাবে। এরপর কিছুদিন পর তাদের শরীরে এইচআইভি’র চিহ্ন মেলেনি। কিন্তু চিকিৎসকদের অবাক করে দিয়ে ভাইরাসটি আবার ফিরে এসেছে। বোস্টনের গবেষকরা শনিবারে এই খবর জানিয়েছেন।

চিকিৎসা নেওয়ার পর এই দুই রোগী কমপক্ষে আট মাস এইচআইভি ভাইরাস শনাক্তযোগ্য অবস্থায় ছিল না। তারা ২০১৩ সালের বসন্ত পর্যন্ত এন্টিরেট্রোভাইরাল থেরাপি নেন।

বোস্টনের উইমেনস হসপিটালের ডাক্তার ও গবেষক ডা. টিমোথি হেনরিখ বলেন, তাদের দেহে এইচিআইভি আবার ফিরে আশা হতাশাজনক। তবে চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তারা বুঝতে পেরেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসা করে ভাইরাসটিকে অশনাক্তযোগ্য অবস্থায় ঠেলে যায়।

এই ভাইরাস একজন রোগীর ক্ষেত্রে পুনরায় ধরা পড়ে চলতি বছরের আগস্ট মাসে। এর বারো মাস আগে তাকে এন্টিরেট্রোভাইরাল থেরাপি দেওয়া শেষ হয়। অপর ব্যক্তির ক্ষেত্রে এন্টিরেট্রোভাইরাল থেরাপি বন্ধ করার ৩২ মাস পর ডিসেম্বর মাসে এইচআইভি নির্ণয়যোগ্য অবস্থায় ফেরত আসে।

এ থেকে বোঝা যায়, এইচআইভিকে আগে যে পরিমাণ শক্তিসম্পন্ন মনে করা হতো আসলে তার চেয়ে বেশি। বোঝা যাচ্ছে, এই ভাইরাস সম্পর্কে অনেক বেশি তথ্য এখনো অজানা রয়েছে। তিনি বলেন, আমরা আরো জেনেছি রক্তের বাইরে দীর্ঘদিন টিকে থাকার মতো ক্ষমতা এইচআইভি ভাইরাসের রয়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/নূরু/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর