thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রাজধানীতে ৭ লাখ টাকা ছিনতাই

২০১৩ ডিসেম্বর ০৮ ১৬:০৩:৫৭
রাজধানীতে ৭ লাখ টাকা ছিনতাই

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর চকবাজার উর্দু রোডে জাহাঙ্গীর (৩৫) নামের এক ব্যক্তির কাছ থেকে সাত লাখ ৮৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। রবিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা পৌনে ১টার দিকে জাহাঙ্গীর এক্সিম ব্যাংকের ইমামগঞ্জ শাখা থেকে টাকা তুলে উর্দু রোডের কর্মস্থলে ফিরছিলেন। কর্মস্থলের কাছে আসামাত্র ছিনতাইকারীরা তার মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে। পরে তারা টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা এ সময় ছিনতাইকারীদের পিছু নিলে তারা ফাকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

জাহাঙ্গীর ৫৪০/১ উর্দু রোডের একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে আকরাম হোসেনের অধীনে কাজ করেন।

(দ্য রিপোর্ট/এনইউডি/নূরু/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর