thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর

২০১৩ ডিসেম্বর ০৮ ১৬:৪৪:২২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর

কুমিল্লা সংবাদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভর্তি কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার দ্য রিপোর্টকে জানান, এ বছর ৩টি ইউনিটে মোট ৩৬ হাজার ৩০৪ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বিজ্ঞান অনুষদ : (এ) ইউনিটে আবেদন করেছে ১০ হাজার ৩১০ জন, মানবিক ও কলা অনুষদ (বি) ইউনিটে ১০ হাজার ৯৯৮ জন এবং বাণিজ্য অনুষদ : (সি) ইউনিটে ১৪ হাজার ৯৯৬ জন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি বিভাগে আসন সংখ্যা রয়েছে ৮০০। তবে সংরক্ষিত কোটাতে আরো কয়েকটি আসন বাড়তে পারে। ১৮ ডিসেম্বর বিজ্ঞান অনুষদ : ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১০ থেকে ১১ পর্যন্ত এবং মানবিক ও কলা অনুষদ ‘বি’ ইউনিটের পরীক্ষা দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ২ শিফটে অনুষ্ঠিত হবে।

১৯ ডিসেম্বর বাণিজ্য অনুষদ : ‘সি’ ইউনিটের পরীক্ষা দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.cou.ac.bd থেকেও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য জানা যাবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেপি/নূরু/এমসি/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর