thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জামায়াতের সঙ্গে তারানকোর বৈঠক সোমবার

২০১৩ ডিসেম্বর ০৮ ১৬:২৩:৫১
জামায়াতের সঙ্গে তারানকোর বৈঠক সোমবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জানান, ব্যস্ততার কারণে রবিবারে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে নির্ধারিত বৈঠক হচ্ছে না। তবে সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। সময় পরে জানানো হবে।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রবিবার বিকেল সাড়ে ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচনকালীন চলমান সঙ্কট নিরসন, যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত জামায়াতের সহকারী সেত্রেুটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায় ও দলের নিবন্ধন ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বৈঠকে জামায়াতের ৪-৫ নেতা উপস্থিত থাকবেন। তবে কারা কারা এ বৈঠকে অংশ নেবেন তা জানানো হয়নি।

উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে চলমান সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অচলাবস্থা অবসানে জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকো রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করছেন।

(দ্য রিপোর্ট/কেএ/নূরু/এমসি/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর