thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ধুঁকছে ইংল্যান্ড

২০১৩ ডিসেম্বর ০৮ ১৭:০৫:২৫
ধুঁকছে ইংল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিন শেষে ইংল্যান্ড ২৪৭ রান করেছে। জয়ের জন্য এখনো দরকার ২৮৪ রান। হাতে আছে ৪ উইকেট।

এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে। সফরকারীদের ফলোঅনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৩৯৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৮৩ রানে ভর করে ১৩২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

জেমস অ্যান্ডারসন ২টি ও মন্টি পেনেসার একটি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ৫৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে অ্যালিস্টার কুকের উইকেট হারিয়েছে সফরকারীরা। আগের দিনের নায়ক মিচেল জনসনই প্রথম আঘাত হেনেছেন। দলীয় ২০ রানে পিটার সিডলের বলে আউট হয়েছেন মাইকেল কারবেরি। তারপর ১১১ রানের জুটি গড়েছেন জো রুট ও কেভিন পিটারসন। ২ জনই হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি। দলীয় ১৩১ রানে সিডলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন পিটারসন (৫৩)।

৫ নাম্বরে ব্যাটিং করতে এসে ইয়ান বেলও উইকেটে থিতু হতে পারেননি। ৬ রানেই আউট হয়েছেন তিনি। সেঞ্চুরি মিস করেছেন জো রুট। দলীয় ১৭১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে রুট করেছেন ৮৭ রান। দলীয় ২১০ রানে বেন স্টোকেস রায়ান হ্যারিসের বলে আউট হওয়ার আগে করেছেন ২৮ রান। শেষে ম্যাট প্রায়রের ৩১ ও স্টুয়ার্ট ব্রডের অপরাজিত ২২ রানের উপর ভর করে সিরিজে প্রথমবারের মতো ২০০ রানের গন্ডি পার করেছে ইংল্যান্ড। ২৪৭ রানে ৬ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।

সিডল ২টি, হ্যারিস, জনসন, লায়ন ও স্মিথ একটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ১৩২ ডিক্লে:(ওয়ার্নার ৮৩* স্মিথ ২৩*; অ্যান্ডারসন ১৯/২) প্রথম ইনিংস: ৫৭০/৯

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ২৪৭/৬ (রুট ৮৭, পিটারসন ৫৩, প্রায়র ৩১*, ব্রড ২২*) প্রথম ইনিংস: ১৭২

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/নূরু/ডিসেম্বর ৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর