thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নির্বাচন হবেই : ১৪ দল

২০১৩ ডিসেম্বর ০৮ ১৮:১৫:১৪
নির্বাচন হবেই : ১৪ দল

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচন হবেই বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

রোববার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এই কথা বলেন মোহাম্মদ নাসিম।

জাতিসংঘের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকে ইঙ্গিত করে নাসিম বলেন, বিদেশি বন্ধুদের বাংলাদেশ সফরকে স্বাগত জানাই। কিন্তু ১৪ দল স্পষ্ট ভাষায় জানাতে চায়, সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণতন্ত্রকে যারা নস্যাৎ করতে চায় তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই।

নাসিম বলেন, নির্বাচনকে সামনে রেখে ১৪ দল একত্রে দেশব্যাপী কাজ করবে। বিজয়ের এই মাসে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করবে।

তিনি আরো বলেন, আগে টিভি মিডিয়া না থাকায় আন্ডারগ্রাউন্ডে থেকে সন্ত্রাসীরা বার্তা পাঠাত। সেই ধারাবাহিকতা রক্ষা করছে বিএনপি। তারা নিষিদ্ধ দলে পরিণত হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাড়া বিএনপির সব নেতারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন।

যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে নাসিম বলেন, ‘কোনো চক্রান্তই যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না। যাদের চূড়ান্ত রায় হয়ে গেছে তাদের শাস্তি ভোগ করতেই হবে। কাদের মোল্লার ফাঁসি অবশ্যই কার্যকর হবে।

বৈঠকের শুরুতে সম্প্রতি প্রয়াত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নাসিম বলেন, প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা বিশ্ব যখন মাথা নিচু করেছে সেখানে বিএনপির পক্ষ থেকে সামান্যতম সাড়া পাওয়া যায়নি।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন নূহ-উল আলম লেনিন, অ্যাডভোকেট সাহারা খাতুন, মঈনউদ্দিন খান বাদল, শরীফ নূরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, প্রমুখ।

(দ্য রিপোর্ট/ বিকে/ এমডি/ ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর