thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

ঝুঁকি এড়াতে ম্যাচ হয়নি

২০১৩ ডিসেম্বর ০৮ ১৮:৩৩:০৩
ঝুঁকি এড়াতে ম্যাচ হয়নি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে হয়নি। নিরাপত্তা ঝুঁকি এড়াতে ওয়েস্ট ইন্ডিজ যুব দল হোটেল থেকেই বের হয়নি। সোমবার হবে ম্যাচ। এ বিষয়টি যেন টোয়েন্টি২০ বিশ্বকাপের জন্যও একটি ধাক্কা। বিষয়টি ভাবিয়ে তুলতে পারে ক্রিকেট বিশ্বকে।

শুক্রবার কলকাতার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, টোয়েন্টি২০ বিশ্বকাপের কয়েকটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনেও হতে পারে।বাংলাদেশের অবস্থা এখন রাজনৈতিক কারণে যেভাবে চলছে; এমনটি চলতে থাকলে পুরো বিশ্বকাপই ভারতে চলে যাওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

ধরা হচ্ছিল, জানুয়ারিতে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে। ২ দলের এ সিরিজ বাংলাদেশের জন্য ‘অ্যাসিড’ টেস্ট। অবশ্য শ্রীলঙ্কা এমন সময় আসবে যখন দেশের নির্বাচন শেষ হয়ে যাবে। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট শেষপর্যন্ত নির্বাচনে অংশ না নিলে তখন আরও উত্তপ্ত অবস্থা বিরাজ করতে পারে। এমন পরিস্থিতিতে যদি শ্রীলঙ্কা দল কোনো নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে আগামী বছর ১৬ মার্চ শুরু হতে যাওয়া টোয়েন্টি২০ বিশ্বকাপের ওপর প্রভাব পড়তে পারে। হয়ত নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে খেলতেই আসতে চাইবেনা দলগুলো। ফলে শেষপর্যন্ত টোয়েন্টি২০ ভারতে হলে অবাক হওয়ার থাকবে না।

সেই ঝুঁকির দিকে এখনই দেশ চলে গেছে এমন মনে করছেন না বিসিবির কেউই। তবে সেই শঙ্কা থেকে যে একেবারেই মুক্ত নয় টোয়েন্টি২০ বিশ্বকাপ, সেই কথাও কেউ কেউ বলার চেষ্টা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘আসলে যুব দলের যে খেলা হয়নি, সেটি ২ দলের সমঝোতার ভিত্তিতেই হয়েছে। আগের দিন (শনিবার) রাতে আগ্রাবাদে ওয়েস্ট ইন্ডিজ দল যে হোটেলে থাকে সেই হোটেলের সামনে বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ভীত হয়ে গেছে সফরকারীরা। তাই হোটেল থেকেই বের হয়নি। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দেশে খেলা কিভাবে চলবে, এ নিয়ে শঙ্কা তৈরি হতেই পারে। তবে টোয়েন্টি২০ বিশ্বকাপ যখন হবে তার আগেই দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে আশা করি।’

বিসিবি পরিচালক, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রামে ২ দলের মধ্যে সমন্বয় রক্ষা করছেন সাবেক অধিনায়ক আকরাম খান। বলেছেন, ‘২ দলের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নিরাপত্তা বিভাগ থেকে কোনো ঝুঁকির কথা জানানো হয়নি। আলোচনার ভিত্তিতেই সোমবার দ্বিতীয় ওয়ানডে হবে। প্রয়োজনে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/এমএ/এএস/সিজি/ডিসেম্বর ৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর