thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

নিয়াজের ২ পয়েন্ট

২০১৩ ডিসেম্বর ০৮ ১৯:০৫:২৭
নিয়াজের ২ পয়েন্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক :ভারতের কলকাতায় অনুষ্ঠানরত শ্রেই আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবার তৃতীয় রাউন্ড শেষে ২ পয়েন্ট পেয়েছেন ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ।

তিতাসের মোহাম্মদ শরীফ হোসেন ও যোয়ার হক প্রধান এক পয়েন্ট করে তিতাসের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী আধা পয়েন্ট পেয়েছেন। সাজ্জাদ কিশোর ও সায়মন সিদ্দিকুর রহমান ২ ম্যাচে কোনো পয়েন্ট পাননি।

তৃতীয় রাউন্ডে নিয়াজ আর্মেনিয়ার গ্র্যান্ড মাস্টার তের-শাহাকিয়ান সেমভেলের কাছে ও দেবরাজ ভারতের কার্তিকের কাছে হেরেছেন। শরীফ জিতেছেন সাইদুলের বিপক্ষে। যোয়ার বাই পেয়েছেন। সাজ্জাদ ভারতের হারসিনির ও সায়মন নেপালের কৃষ্ণা থাপার কাছে পরাজিত হয়েছেন।

(দ্য রিপোর্ট/ওআই/সিজি/ডিসেম্বর ৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর