thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩৩ জন আটক

২০১৩ ডিসেম্বর ০৮ ১৯:২৮:০৫
অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩৩ জন আটক

চট্টগ্রাম সংবাদদাতা : অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ৩২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় এক দালালকেও আটক করা হয়। চট্টগ্রাম থেকে রবিবার সকালে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে ৭টায় বহদ্দারহাটে হোটেল আল সাকেরায় অভিযান চালিয়ে ৩২ মালয়েশিয়া যাত্রী ও এক দালালকে আটক করা হয়। তাদের রবিবার রাতে কোনো এক সময় তৃতীয় কর্ণফুলী সেতুর নিজ দিয়ে জাহাজে তোলার কথা ছিল।’

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আব্দুর রউফ বলেন, ‘চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। আমরা অনেক দিন ধরে তাদের ধরার চেষ্টা করে আসছি। আটকদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে।’

(দ্য রিপোর্ট/কেএইচএস/আইজেকে/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর