thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

রোনালদিনহোর শহরে মেসির আবির্ভাব

২০১৩ ডিসেম্বর ০৮ ১৯:৩২:৩১
রোনালদিনহোর শহরে মেসির আবির্ভাব

দ্য রিপোর্ট ডেস্ক : রোনালদিনহোর শহর বেলো হরিজেন্টেই মন কেড়েছে আর্জেন্টাইন মেসির। বিশ্বকাপ আসরে অংশ নেয়ার আগে রোনালদিনহোর শহরের ক্লাব আথলেটিকো মিনেইরোর মাঠ অনুশীলনের জন্য ব্যবহার করবেন আর্জেন্টাইনরা। ইতোমধ্যে বেলো হরিজেন্টের ক্রীড়া কাঠামো দক্ষিণ আমেরিকার সেরা বলে স্বীকৃতি পেয়েছে৷ সেখানেই বিশ্বকাপের শিবির করার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা৷

এ ব্যাপারে আর্জেন্টিনা দলের ম্যানেজার বলেছেন, ‘আমরা মাঠ দেখে পুলকিত। ফুটবলাররা এখানে অনুশীলন করে বিশ্বকাপের আমেজ অনুভব কবরেন। বিষয়টি আমরা ফিফাকে জানিয়েছি।’

অন্যদিকে ইংল্যান্ডও সিদ্ধান্ত নিয়েছে, রিও বিশ্বকাপের আগে তারা এ শহরেই ঘাঁটি গাড়বে৷ তবে ইংল্যান্ড বিশ্বকাপ শিবির করছে রিও দি জেনেইরোর এক অভিজাত হোটেলে৷

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৫ জুন। প্রতিপক্ষ বসনিয়া ও হারজেগোভিনিয়া। দলটি শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছিল। তবে অভিজ্ঞতা বিবেচনায় এই গ্রুপ থেকে আর্জেন্টিনার পক্ষে সহজেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা সম্ভব। কারণ এফ গ্রুপে এর বাইরে রয়েছে ইরান ও নাইজেরিয়া।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর