thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

হংকং সফরে ব্যবসায়ী প্রতিনিধি দল

২০১৩ ডিসেম্বর ০৮ ১৯:৩৭:১৭
হংকং সফরে ব্যবসায়ী প্রতিনিধি দল

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে হংকং সফরে গেছেন বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার নেতৃত্বে দেশের ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলটি রবিবার সকাল ১১টায় হংকংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

ঢাকা চেম্বার সভাপতি সবুর খান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম এবং অ্যামচেম- এর বাংলাদেশের সভাপতি আফতাবুল ইসলাম প্রতিনিধি দলে রয়েছেন বলে ডিসিসিআই সূত্রে জানা গেছে।

হংকংয়ে অবস্থানকালে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় যোগ দেবেন। আগামি ১১ ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ী প্রতিনিধিরা হংকংয়ে অবস্থান করবেন। এ সময় ওই দেশে ব্যবসারত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার বিষয়ে অবহিত করবেন।

এছাড়া ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য ২৩তম বার্ষিক ইউএস ট্রেড শোতে অংশগ্রহণের জন্য হংকং ভিত্তিক অ্যামচেম সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

(দ্য রিপোর্ট/এআই/এইচকে/এমসি/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর