thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

শিল্পকলা একাডেমীতে আবৃত্তি বিভাগ উদ্বোধন মঙ্গলবার

২০১৩ ডিসেম্বর ০৮ ১৯:৫৭:২৭
শিল্পকলা একাডেমীতে আবৃত্তি বিভাগ উদ্বোধন মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শিল্পকলার অন্যতম মাধ্যম হিসেবে আবৃত্তি বিভাগ সংযুক্ত হতে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে নতুন এ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এবং সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সমবেত আবৃত্তি পরিবেশন করবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের শিল্পীবৃন্দ। একক আবৃত্তি পরিবেশন করবেন আশরাফুল আলম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কাজী আরিফ, ডালিয়া আহমেদ এবং লায়লা আফরোজ।

(দ্য রিপোর্ট/এমএ/এমসি/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর