thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘অত্যন্ত স্পর্শকাতর, এই মুহূর্তে গণমাধ্যমে কিছু বলা যাচ্ছে না’

২০১৩ ডিসেম্বর ০৮ ২০:৩১:৪৪
‘অত্যন্ত স্পর্শকাতর, এই মুহূর্তে গণমাধ্যমে কিছু বলা যাচ্ছে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, এই মুহূর্তে গণমাধ্যমের কাছে কিছুই বলা যাচ্ছে না’ বলে জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে রবিবার রাতে বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

এর আগে শমসের মবিন চৌধুরীর বনানী ডিওএইচএসের মসজিদ রোড ৯২/এ নম্বর বাসায় রবিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা ৩৫ পর্যন্ত তাদের বৈঠক চলে।

শমসের মবিন বলেন, আমাদের আলাপ আলোচনা, কথাবার্তা চলছে। আগামীকাল বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে আবার তারানকোর বৈঠক হবে।

এ সময় সাংবাদদিকরা সমঝোতার ব্যাপারে আশাবাদী কিনা জানতে চাইলে তিনি বলেন, আশাবাদী কি অনাশাবাদী তা কিছুই বলতে পারবো না।

বৈঠকে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর