thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

কুষ্টিয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৮ ২০:৩৯:৪১
কুষ্টিয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

কুষ্টিয়া সংবাদদাতা : জেলার কুমারখালী থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মুন্সী রশীদুর রহমানকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিজ বাড়ির পাশে রবিবার সন্ধ্যা ৬টায় তাকে গুলি করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার কুষ্টিয়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বর্তমানে কুমারখালী শহর ও শহরতলীতে আতঙ্ক বিরাজ করছে। যেকোন বিশৃঙ্খলা ঠেকাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারখালীর মহেন্দ্রপুর বাজারে রবিবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সী রশীদুর রহমান চা খাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুজন হেলমেট পরা যুবক তাকে পেছন থেকে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/ডিডি/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর