thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ময়মনসিংহে ১ ভারতীয়সহ ৬ যুবক গ্রেফতার

২০১৩ ডিসেম্বর ০৮ ২০:৫৫:৪৭
ময়মনসিংহে ১ ভারতীয়সহ ৬ যুবক গ্রেফতার

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে রবিবার ভোররাতে এক ভারতীয়সহ সন্দেহভাজন ৬ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ভারতের তুরা জেলার তরুণ সিপ্রা (২২), দীপংকর (২৫), ভূটার (২৫), সোহেল (২৬) এবং মামুন মিয়া (১৮) ও রনি (২৫)।

এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের গাজিরভিটা ইউনিয়নের সুমনিয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতার ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সক্রিয় সদস্য বলে ধারণা করছে পুলিশ। তাদের গ্রেফতারের সময় আরো একটি মোটরসাইকেলে ৩টি যুবক পিছন দিকে দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, হালুয়াঘাট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/একে/এমসি/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর