thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গ্রীসে নতুন বাজেট পাশ

২০১৩ ডিসেম্বর ০৮ ২০:৪৬:১৮
গ্রীসে নতুন বাজেট পাশ

দ্য রিপোর্ট ডেস্ক : গ্রীসের পার্লামেন্ট ২০১৪ সালের বাজেট পাশ করেছে। ধারণা করা হচ্ছে, এর ফলে দেশটি টানা ছয় বছরের অর্থনৈতিক মন্দার গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারবে। খবর বিবিসির।

গ্রীসের প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাস বলেছেন, অর্থনৈতিক সহায়তা যাতে নিতে না হয় তা নিশ্চিত করার এটি প্রথম পদক্ষেপ।

সামারাস বলেন, আমরা ২০১৩ সালের জন্য কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছিলাম। কিন্তু এর মধ্যে বড় ধরনের চার-পাঁচটি লক্ষ্যপূরণে আমরা ব্যর্থ হয়েছি। আর এর মধ্যে অন্যতম হচ্ছে বেকারত্ব কমিয়ে আনা।

উল্লেখ্য, গ্রীসে বর্তমানে বেকারত্বের হার প্রায় ২৭ শতাংশ।

এদিকে গ্রীসের নতুন বাজেটে ০.৬ ভাগ প্রবৃদ্ধি পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

তবে অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপম্যান্ট বা ওইসিডি জানিয়েছে, গ্রীসের অর্থনীতিতে ২০১৪ সালেও মন্দাভাব অব্যাহত থাকবে।

২০১০ সাল থেকে গ্রীসের অর্থনীতি উদ্ধারে ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফসহ বিভিন্ন সংস্থা ঋণ প্রদান করেছে। এর বিনিময়ে গ্রীস তার দেনা কমিয়ে অর্থনৈতিক সংস্কার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

প্রসঙ্গত, বিশ্ব অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর ইউরোজোনের দেশ গ্রীসেও এর প্রভাব পড়ে। ফলে ২০০৭ সাল থেকে দেশটির অর্থনীতি এক-তৃতীয়াংশ চেপে এসেছে।

(দ্য রিপোর্ট/আদসি/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর