thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে যাচ্ছেন না দালাই লামা

২০১৩ ডিসেম্বর ০৮ ২১:৩৩:৪০
ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে যাচ্ছেন না দালাই লামা

দ্য রিপোর্ট ডেস্ক : দালাই লামা দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিচ্ছেন না। রবিবার দালাই লামার মুখপাত্র তেনজিন তাখলা এ কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তেনজিন তাখলা বলেন, দালাই লামার ওই অনুষ্ঠানে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

তবে ঠিক কী কারণে দালাই লামা মঙ্গলবারের শেষকৃত্যানুষ্ঠান কিংবা ১৫ ডিসেম্বরের দাফন অনুষ্ঠানে যোগ দেবে না তিনি তা জানাতে পারেননি।

এর আগে ২০০৯ ও ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ দালাই লামাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

এদিকে চীন বরাবরই এই ধর্মীয় নেতার বিদেশ ভ্রমণের ‍ব্যাপারে লাগাম টেনে ধরেছে। এজন্য তারা বিভিন্ন দেশের সরকারকে সতর্কও করে দিয়েছে। তারা জানিয়েছে, যদি কোন দেশ দালাই লামাকে ভিসা দেয়, তাহলে তাদের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হবে।

উল্লেখ্য, ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে একটি অভ্যুত্থানে ব্যর্থ হওয়ার পর দালাই লামা ভারতে আশ্রয় গ্রহণ করেন।

চীন দালাই লামাকে একজন ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করেছে। তবে দালাই লামা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি শান্তিপূর্ণ উপায়ে কেবল সায়ত্ত্বশাসনের জন্য লড়াই করছেন।

(দ্য রিপোর্ট/আদসি/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর