thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাষ্ট্রপতির সঙ্গে পদত্যাগ নিয়ে আলোচনা হয়নি : হাওলাদার

২০১৩ ডিসেম্বর ০৮ ২১:৪১:৩৭
রাষ্ট্রপতির সঙ্গে পদত্যাগ নিয়ে আলোচনা হয়নি : হাওলাদার

দ্য রিপোর্ট প্রতিবেদক : মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে কোনো আলোচনা করেননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে রবিবার রাতে অনির্ধারিত বৈঠক শেষে সাংবাদকদের তিনি এ কথা জানান।

রবিবার রাত ৮ টার দিকে রুহুল আমিন বঙ্গভবনে প্রবেশ করেন। বৈঠক শেষে বের হন রাত ৯ টা ৫ মিনিটে।

বৈঠক শেষে বঙ্গভবনের গেটে অপেক্ষমান সাংবাদিকদের জাপা মহাসচিব জানান,‘ জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে আমি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে এসেছিলাম। মহামান্য রাষ্ট্রপতি বিদেশ সফর করে আসলেন, তাই পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে কুশলাদি বিনিময়ের জন্যই মূলত আসা।’

মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর দপ্তরে সদ্য পদত্যাগপত্র পাঠানো জাপার বেসামরিক বিমানমন্ত্রী রুহুল আমীন হাওলাদার জানান,‘না এ বিষয়ে আলোচনা হয়নি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। উনি আমার আত্মীয় হন।’

জাপা মহাসচিব জানান,‘মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র তো আমরা পাঠিয়ে দিয়েছি। আমাদের পার্টির চেয়ারম্যান যে সিদ্বান্ত দেবেন তাই আমরা করবো। আমরা আগামীকাল মন্ত্রীসভার বৈঠকেও অংশ নেব না।’

(দ্য রিপোর্ট/ সাআ/এমডি/ ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর