thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

নড়াইলে ছাত্রলীগের মিছিল-সমাবেশ

২০১৩ ডিসেম্বর ০৮ ২১:৫০:৩৯
নড়াইলে ছাত্রলীগের মিছিল-সমাবেশ

নড়াইল সংবাদদাতা : কবিরুল হক মুক্তিকে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করায় এবং দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের উদ্যোগে রূপগঞ্জ বাধাঘাট থেকে রবিবার বিকেলে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জ প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

পরে ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী আল-মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি অলিদ খান, জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা জামায়াত-শিবিরের দেশব্যাপী হরতাল-অবরোধসহ নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি আসন্ন দশম সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে কবিরুল হক মুক্তিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানান।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর