thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চট্টগ্রাম পুলিশে রদবদল

২০১৩ ডিসেম্বর ০৯ ০০:০৫:৪০
চট্টগ্রাম পুলিশে রদবদল

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ ৪টি পদে রদবদল করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের নির্বাহী ক্ষমতাবলে এ রদবদলের আদেশ দেন।

নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বলেন, স্বাভাবিক দাপ্তরিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপ-কমিশনার ও অতিরিক্ত উপ-কমিশনারসহ ৪টি পদে রদ বদল করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম জোন) সুজায়েতুল ইসলামকে বদলি করে ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (বন্দর জোন) করা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম জোন) আরেফিন জুয়েলকে বদলি করে ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) করা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (বন্দর জোন) নীহার রঞ্জন হাওলাদারকে উপ-কমিশনার (পশ্চিম জোন) করা হয়েছে এবং নগর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) এসএম তানভীর আরাফাতকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম জোন) করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এসবি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর