thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

বাংলাদেশ সফর বাতিল করেছে ও. ইন্ডিজ অনুর্ধ্ব-১৯

২০১৩ ডিসেম্বর ০৯ ০২:৪৩:০৩
বাংলাদেশ সফর বাতিল করেছে ও. ইন্ডিজ অনুর্ধ্ব-১৯

দ্য রিপোর্ট ডেস্ক : চট্টগ্রামে খেলোয়াড়রা অবস্থানরত এক হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ সফর বাতিল করেছে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

রবিবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে। টুইট বার্তাটিতে বলা হয়েছে, ‘সাবধানতা ও নিরাপত্তার কথা বিবেচনায় বাংলাদেশ সফর থেকে অনুর্ধ্ব-১৯ দলকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।’

টুইট বার্তায় আরো জানানো হয়েছে, দলটি এখন কঠোর নিরাপত্তার মধ্যে হোটেলটিতে অবস্থান করছে। তবে তাদের ফেরার সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

খেলোয়াড়দের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নিলেও তাদের লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি বা তারা কোনো বিপদেও পড়েনি বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। রবিবার সকাল থেকেই খেলোয়াড়দের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর আগে এ ঘটনায় রবিবারের ম্যাচটি স্থগিত করা হয়। সোমবারে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাত ম্যাচ সিরিজের এ সফরে এ পর্যন্ত একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সে খেলায় ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯কে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

(দ্য রিপোর্ট/এসকে/এসবি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর