thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

১৫৫ জন মুরসি সমর্থকের মুক্তি

২০১৩ ডিসেম্বর ০৯ ০৩:৩৩:৩৩
১৫৫ জন মুরসি সমর্থকের মুক্তি

দ্য রিপোর্ট ডেস্ক : মুরসি সমর্থক ১৫৫ জনকে খালাস দিয়েছে মিসরের একটি আদালত। একই দিন আটক ২১ নারীকেও খালাস দেওয়া হয়। শনিবার কায়রো ও আলেকজান্দ্রিয়ার দুটি আদালতে এ রায় দেওয়া হয় বলে দেশটির রাষ্ট্রীয় দৈনিক আল-আহরামের এক সংবাদে বলা হয়েছে। খবর আলজাজিরার।

কায়রোর একটি সাধারণ আদালতে গ্রেফতার ১৫৫ জন মুসলিম ব্রাদারহুড কর্মীদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে তাদের খালাস দেওয়া হয়। গত ৬ অক্টোবর পুলিশের সঙ্গে সহিংসতার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছিল। ওই দিনের সহিংসতায় ৫০ জন নিহত হয়।

একই দিন আলেকজান্দ্রিয়ার একটি আদালতের আপিল বিভাগ আটক ২১ নারীকে মুক্তির নির্দেশ দেয়। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থনে আন্দোলন করায় তাদের আটক করা হয়েছিল।

এর আগে এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক সাতজনকে তিন মাসের কারাদণ্ড ও বাকি ১৪ জনকে ১১ বছর করে জেল দেওয়া হয়েছিল। এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করলে আপিল বিভাগ তাদের খালাস দেয়।

খালাসপ্রাপ্তদের সহিংসতা ও অস্ত্র রাখার অভিযোগে এক মাস ধরে জেলে রাখা হয়েছে।

চলতি বছরের জুলাইয়ে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকে চলমান আন্দোলনে এ পর্যন্ত এক হাজার নাগরিক নিহত হয়েছে। হাজার হাজার মুরসি সমর্থককে আটক করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর