thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

‘আমার ভগ্নি এপ্রিলের আগে নির্বাচনে যাবেন না’

২০১৩ অক্টোবর ২৩ ২০:১৮:২০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
‘আমার ভগ্নি এপ্রিলের আগে নির্বাচনে যাবেন না’
দিরিপোর্ট প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমার ভগ্নি জননেত্রী শেখ হাসিনাকে সেই ছেলেবেলা থেকে যতটুকু জানি, তার হাতের ভাত যতবার খেয়েছি, তাতে এপ্রিলের আগে উনি নির্বাচনে যাবেন না। ২৪ জানুয়ারির সংসদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার সরকার আর থাকবে না। তিনিও থাকবেন না। তখন আর তার কিছুই বলার থাকবে না।’

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত বিকল্প ধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘এরই মধ্যে বিরোধী দলীয় নেত্রী একটি অসম্পূর্ণ প্রস্তাব দিয়েছেন। আমাদের সরকার যেমন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ, তেমনি আমাদের বিরোধী দল জনগণের দাবি আদায়ের সরকারের বাইরের সকল দলকে ইস্পাত কঠিন ঐক্য করতে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষ, যোগ্য, বিজ্ঞ মানুষ। তিনি যা জানেন পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি নেই যে তা জানেন। তিনি একটি সর্বদলীয় সরকার গঠন করবেন নির্বাচনকালীন সময়ে এমন কথা বললেন জাতির উদ্দেশ্য ভাষণে । যে কথাটি উনি দীর্ঘ সময় ধরে বলে আসছেন সে কথাটি অত্যন্ত দক্ষতার সঙ্গে শান্তভাবে কোমল সুরে ১৮ তারিখ জাতির উদ্দেশ্যে বলেন। গণতন্ত্রের যে সবক তিনি দিচ্ছেন সেখানে নতুন কোন নির্দেশনা নেই । নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোন সরকার হবে না। এই কথা ঘোড়ার আগে গাড়ি জোড়া ছাড়া আর কিছু না। আমাদের বিদ্যা-বুদ্ধি, অর্থ-সম্পদ নাও থাকতে পারে কিন্তু সেই হামাগুড়ি দেয়ার বয়স থেকে রাজনীতির সঙ্গে গড়াগড়ি করছি।’

কৃষক-শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, নির্বাচিত সরকার ততক্ষণ থাকবে যতক্ষণ সংসদ থাকবে। গত ১৫তম সংশোধনীর আগে নিয়ম ছিল সরকারের মেয়াদ শেষে হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে, তাতে সংসদ ভেঙ্গে দেয়া হতো। এখন একটা লেজ জুড়ে দেয়ে হয়েছে ‘৯০ দিন আগে অথবা ৯০ দিন পরে’। ৯০ দিন আগে হলে সংসদ যাবে কোথায়? সংসদ যদি বহাল থাকে সংসদ সদস্য ভদ্রলোকেরা তাদের বাপ-দাদা চোদ্দগুষ্ঠিও কোন দিন নির্বাচন করতে পারবে না। যে মুহুর্তে তারা মনোনয়ন পত্র জমা দেবেন সংসদ সদস্য হিসেবে জমা দিলে দিলে অবৈধ হবে। সংসদ সদস্য নন সংসদ আছে তাও অবৈধ হবে। তারা নির্বাচন করতে পারবে না।

সভা-সমাবেশ নিষিদ্ধ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘উনি যে দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সবার কাছে সহযোগিতা চাইলেন তার পরের দিন উনার আমলা-পেয়াদারা রাজধানীতে সমস্ত রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেদ্ধাজ্ঞা জারি করলেন। উনি এরশাদ সাহেবের কাছে বলেছেন তিনি জানতেন না। সত্যিই যদি তিনি না জেনে থাকেন তাহলে তার পদত্যাগ করা উচিত। তার মত একজন বেখেয়ালী মানুষ ১৬ কোটি মানুষের ঘাড়ে চেপে বসার অধিকার রাখেন না। এই সভা-সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত পৃথিবীর বুকে আমাদের সম্মান বৃদ্ধি করেনি। জনগণ কাউকে দেশের সম্মান নষ্ট করার জন্য সোল এজেন্ট হিসেবে রাখেনি তাকে। তাই আমি বলবো যদি উনি সত্যিই এ বিষয়ে না জেনে থাকেন তাহলে পদত্যাগ করুক। আর যদি জেনে শুনে করে থাকেন তাহলে আমরা উনাকে পদত্যাগ করার ব্যবস্থা করবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, সিনিয়র-প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নুরুল আমীন বেপারি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহী.বি চৌধুরী প্রমুখ।

(দিরিপোর্ট২৪/আমান/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর