thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৯ ০৮:৫১:১৮
বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বরিশাল সংবাদদাতা : পাওনা টাকা চাইতে গেলে ব্যবসায়ী আলতাফ হোসেন সুনুকে (৩৫) কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মধ্যরাতে আলতাফ হোসেন মারা যান।

নিহত আলতাফ হোসেন সুনু নগরীর ২৪নং ওয়ার্ডের পূর্ব রূপাতলীর ধান গবেষণা রোড এলাকার কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, আলতাফ হোসেন সুনুর কাছ থেকে সাগরদী বাজারের ডাব বিক্রেতা সোহেল হাওলাদার ১১০০ টাকা ধার নেয়। রবিবার রাতে সুনু তার পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল ডাব কাটা ধারালো দা দিয়ে সুনুকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আলতাফ হোসেন সুনুকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তিনি মারা যান। ঘটনার পর থেকে সোহেল হাওলাদার পলাতক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/বিএস/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর