thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ, টায়ারে আগুন

২০১৩ ডিসেম্বর ০৯ ০৯:৪৭:৫৪
পাবনায় ছাত্রদলের বিক্ষোভ, টায়ারে আগুন

পাবনা সংবাদদাতা : ছাত্রদলের ডাকা রাজশাহী বিভাগের ৮ জেলায় সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে পালিত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল শুরুর পর সকাল সাড়ে ৭টার দিকে শহরের বিআরটিসি বাজার মোড়ে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত পিকেটিং করে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা থেকে ভারী ও দূরপাল্লার যানচলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি শরীফ উদ্দিন জুয়েলকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় রাজশাহী মহানগর ছাত্রদল।

(দ্য রিপোর্ট/এসআর/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর