thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

৫০ হাজার টন গমসহ ৪ প্রস্তাব উঠছে ক্রয় কমিটিতে

২০১৩ ডিসেম্বর ০৯ ১০:১৭:০২
৫০ হাজার টন গমসহ ৪ প্রস্তাব উঠছে ক্রয় কমিটিতে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫০ হাজার মেট্রিকটন গম আমদানিসহ চারটি প্রস্তাব উঠছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। সোমবার দুপুর দেড়টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করবেন।

৫০ হাজার টন গম আমদানির জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব থেকে জানা গেছে, এতে ব্যয় হবে ১২৩ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার টাকা। এ গম আমদানির দরপত্র পাচ্ছে মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড। প্রতি টন গমের দাম পড়বে প্রায় ২৪ হাজার ৮০০ টাকা। চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে ৬০:৪০ অনুপাতে এ গম আমদানি করা হবে।

এছাড়া বৈঠকে এডিবির আওতায় বাংলাদেশ রেলওয়ে উন্নয়ন শীর্ষক আমব্রেলা প্রকল্পের সুপারভিশন পরামর্শক নির্বাচনের প্রস্তাব অনুমোদনের জন্য উঠবে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ২৫ হাজার টন ইউরিয়া এবং মংলা বন্দরের মাধ্যমে আরো ২৫ হাজার টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবও উঠছে ক্রয় কমিটিতে।

(দ্য রিপোর্ট/আরএমএম/শাহ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর