thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

দিনাজপুরে সড়ক অবরোধ

২০১৩ ডিসেম্বর ০৯ ১০:৩২:০৭
দিনাজপুরে সড়ক অবরোধ

দিনাজপুর সংবাদদাতা : রংপুর বিভাগে সকাল-সন্ধ্যা হরতালে দিনাজপুরে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সোমবার সকালে রাস্তা অবরোধ করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মুক্তির দাবিতে এ হরতাল আহবান করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী পশু হাসপাতাল মোড় ও আইন কলেজ মোড়ে হরতালের সমর্থনকারীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ করেন।

এদিকে সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপি কার্যালয় থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরে আলম খোকন ও জেলা আহবায়ক মোস্তফা কামাল মিলনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(দ্য রিপোর্ট/এমআর/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর