thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত

২০১৩ ডিসেম্বর ০৯ ১১:৩৮:৫৬
জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অনিশ্চিত। আর সব দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর না হলে চলমান সংকটের উত্তরণ হবে। এ জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকটি সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়।

বৈঠকে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

ব্যারিস্টার রাজ্জাক সাংবাদিকদের বলেন, আজকের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসু হয়েছে। দেশের চলমান সংকট নিরসনের লক্ষে বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, সবদলের অংশগ্রহণ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আর সেটা না হলে দেশের চলমান সংঘাত দূর করা সম্ভব নয়।

তিনি বলেন, তারানকোর সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই বিচার কোনো আন্তর্জাতিক মান রক্ষা না করে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। কাদের মোল্লার রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আইনের যথাযথ নিয়ম অনুসরণ না করে তা বাস্তবায়নের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ব্যারিস্টার রাজ্জাক। জাতিসংঘও এ বিচার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়ার কথা জানিয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেএ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর