thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

কুমিল্লায় ট্রাকের চালক-হেলপার দগ্ধ

২০১৩ ডিসেম্বর ০৯ ১১:৫৬:৪৯
কুমিল্লায় ট্রাকের চালক-হেলপার দগ্ধ

কুমিল্লা সংবাদদাতা : ১৮ দলের অবরোধ ও জামায়াতের ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতালে কুমিল্লার দেবীদ্বারে ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে। সোমবার সকালে উপজেলার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ট্রাকচালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আবদুল গনি হায়দারের ছেলে আবদুর রহমান ও হেলপার একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে প্রতিবন্ধী মজিবুর রহমান।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান দ্য রিপোর্টকে জানান, সকালে হরতাল সমর্থরা একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয়। এতে মজিবুর রহমানের শরীরের ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ মুজিবুর রহমান ও হাবিবুর হরমান নামে দুজনকে আটক করে।

(দ্য রিপোর্ট/জেপি/শাহ/এফএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর