thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘তড়িঘড়ি করে ফাঁসি কার্যকরের ষড়যন্ত্র হচ্ছে’

২০১৩ ডিসেম্বর ০৯ ১২:১৬:৫৭
‘তড়িঘড়ি করে ফাঁসি কার্যকরের ষড়যন্ত্র হচ্ছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রিভিউয়ের সুযোগ না দিয়ে এবং জেলকোডের বিধান অনুসরণ না করে তড়িঘড়ি করে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এটি অবৈধ ও সর্বজনীন ন্যূনতম মানবাধিকারের পরিপন্থী বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সানোয়ারা বেগম।

সুপ্রিমকোর্টের শহীদ শফিউর মিলনায়তনে সোমবার দুপরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল।

সানোয়ারা বেগম বলেন, বিচারিক আদালত মৃত্যুদণ্ড না দেওয়া সত্ত্বেও সুপ্রিমকোর্টের মৃত্যুদণ্ড প্রদানের ঘটনা শুধু বাংলাদেশেই নয় এ উপমহাদেশেও প্রথম। এ রায়ের বিরুদ্ধে আমাদের আপিল করার সুযোগ নেই।

কাদের মোল্লাকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘তথাকথিত গণজাগরণ মঞ্চের চাপে এবং ইসলামী আন্দোলন করার অপরাধে আমার নিরপরাধ স্বামীকে ফাঁসি প্রদানের মাধ্যমে সরকারবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, কাদের মোল্লা খুনি হওয়া তো দূরে থাক কথিত অভিযোগের কোনটির সঙ্গেই তিনি জড়িত ছিলেন না। ক্যামেরা ট্রায়ালের নামে গোপন বিচারে ভুয়া একজন মহিলাকে মোমেনা বেগম সাজিয়ে আদালতে সাক্ষী দেওয়া হয়েছে।’

সানোয়ারা বেগম আরো বলেন, ‘ওই মহিলা প্রকৃত মোমেনা বেগম নন, প্রকৃত মোমেনা বেগমের ছবি জল্লাদ খানায় সংরক্ষিত আছে। যা আমাদের আইনজীবীদের কাছেও প্রমাণ রয়েছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘রায়ের বিরুদ্ধে রিভিউয়ের সুযোগ দিলে সুপ্রিম কোর্টে এ বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে কাদের মোল্লার মৃত্যদণ্ডের রায় পাল্টে দেওয়া সম্ভব।’

সংবাদ সম্মেলনে কাদের মোল্লা বড় ছেলে হাসান জামিল বলেন, আমার বাবা ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন। তাদের সঙ্গে এক সঙ্গে থেকেছেন, খেয়েছেন এমনকি এক সঙ্গে আত্মগোপনেও গিয়েছেন। তখন তিনি যুদ্ধপরাধী ছিলেন না। শুধু রাজনৈতিক কারেণই আমার পিতাকে যুদ্ধাপরাধী সাজিয়ে ১৬ ডিসেম্বরের আগে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার।

তিনি বলেন, ‘আমার পিতার মৃত্যুদণ্ড নিয়ে আমরা চিন্তিত নই। বরং তাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে এ সরকারের পতন তরান্বিত হবে।‘

এ সময় উপস্থিত ছিলেন কাদের মোল্লার মেয়ে আমানাতুল্লাহ পারভীন, আইনজীবী অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএ/শাহ/এমএআর/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর