thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২

২০১৩ ডিসেম্বর ০৯ ১৩:২৩:০৫
বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২

বাগেরহাট সংবাদদাতা : অবরোধ-কর্মসূচি পালন করতে এসে বাগেরহাটে বিএনপিসমর্থিত শ্রমিক দল ও চালক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার মুনিগঞ্জ শ্মশানঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পলাশ (২৮) নামের শ্রমিক দলের এক কর্মীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশে যোগ দেওয়ার সময় উভয় দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষের সূত্রপাত। পরে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা হয়।

(দ্য রিপোর্ট/এএস/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর