thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৭ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

দুর্নীতিতে এগিয়ে টোয়েন্টি২০ আসর

২০১৩ ডিসেম্বর ০৯ ১৩:২৯:৪৬
দুর্নীতিতে এগিয়ে টোয়েন্টি২০ আসর

দ্য রিপোর্ট ডেস্ক : এবার ক্রিকেটাঙ্গন গরম হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ৩ খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে। পক্ষ-বিপক্ষের মধ্যে চলছে বিষয়টি। এবার সেখানে যোগ হয়েছে ২০০৭ সালের আইসিএল। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক কর্মকর্তা বলেছেন, মূলত টোয়েন্টি২০ টুর্নামেন্টে ম্যাচ পাতানো খুবই সহজ।

তিনি আরো বলেছেন, ‘হ্যাঁ; নিউজিল্যান্ডে তদন্ত চলার বিষয়ে আমি শুনেছি এবং খেলাটি কলঙ্কমুক্ত হবে। একজন ক্রিকেটার হিসেবে এটাই আমি বিশ্বাস করি। কারণ খেলার সময় আমরা শতভাগ উজাড় করে দিই। কিন্তু তারপরও আমি বলব ওয়ানডে কিংবা টেস্ট ক্রিকেটের চেয়ে টোয়েন্টি২০ ফর্মেটে ম্যাচ পাতানোটা অধিকতর সহজ।’

সাবেক এ খেলোয়াড় খুব সাধারণভাবে একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘উদাহরণস্বরূপ ধরুন, টাফি ১৯তম ওভারে ব্যাট করতে এলেন এবং ৩ বলে কোনো রান নিলেন না। ডেথ ওভারে এমন বোলিং করার জন্য অধিকাংশ মানুষই প্রশংসা করবে। এটাই সাধারণ প্রতিক্রিয়া। খুব বেশি মানুষ ব্যাটসম্যানের মনের ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলবে না।’

তিনি আরো বলেছেন, ‘অনেক খেলোয়াড় অনৈতিক কাজ করে দোষী সাব্যস্ত হওয়ার পর এবং উদাহরণ সৃষ্টি হওয়ার পর জনগণ এখন ভ্রু তোলা শুরু করেছে। কিন্তু এ থেকে সত্যিকারের ক্রিকেটারদের সন্দেহ করছে ভক্ত সমর্থকরা। ভদ্রলোকের এ খেলাটির জন্য দিন দিন বদনামও বেড়ে গেছে।’

সব শেষে তিনি বলেছেন, ‘আমি হয়তো বা এ ৩ জনের সঙ্গে খেলেছি। তবে সত্যি বলতে কি ব্যক্তিগতভাবে দুর্নীতির সঙ্গে জড়িত না থাকলে আপনি কিছুই আন্দাজ করতে পারবেন না। একটি ক্যাচ ফেলে দেয়া, একটি খারাপ ওভার বোলিং করা অথবা সাধারণভাবে আউট হওয়াটা। তবে এ ক্ষেত্রে সব সময়ই ভুল হিসেবে বিচার করা হয়; এর বেশি কিছু নয়। কিন্তু সত্যিই যদি তারা দোষী হয়; তাহলে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত।’

(দ্য রিপোর্ট/এএস/ওআইসি/রা/সিজি/ডিসেম্বর ৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর