thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

সিরাজগঞ্জে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত এক

২০১৩ ডিসেম্বর ০৯ ১৩:৫৭:৪২
সিরাজগঞ্জে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত এক

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের বহুলীবাজারে জামায়াত-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, হরতাল চলাকালে দুপুরে বহুলীবাজারে জামায়াত-শিবিরকর্মীরা লাঠিসোটা নিয়ে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের এসআই নূরুল ইসলাম গুরুতর আহত হন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থলেই বহুলী গ্রামের আনোয়ার হোসেনের কিশোর ছেলে আলমগীর হোসেন সুমন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সংঘর্ষে পুলিশসহ আহত হন অন্তত ১০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

এ ঘটনার পর পুলিশ এলাকা ত্যাগ করলে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বহুলীবাজারে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা এক পথচারীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং দুই সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে।

(দ্য রিপোর্ট/আরকে/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর