thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ক্রয় কমিটির বৈঠক স্থগিত, অনুষ্ঠিত হবে মঙ্গলবার

২০১৩ ডিসেম্বর ০৯ ১৪:০৬:৫৪
ক্রয় কমিটির বৈঠক স্থগিত, অনুষ্ঠিত হবে মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সোমবারের বৈঠক স্থগিত করা হয়েছে। এ বৈঠক ১০ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণায়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান বৈঠক স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার সকাল সাড়ে ১১টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শুরু হয় পৌনে এক ঘণ্টা বিলম্বে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দিনের অন্য কর্মসূচির সঙ্গে সমন্বয় রক্ষা করতে ক্রয় কমিটির বৈঠক স্থগিত করা হয়েছে। দুপুর দেড়টায় ক্রয় কমিটির সভা হওয়ার কথা ছিল। অর্থমন্ত্রী ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করে থাকেন।

বৈঠকে ৫০ হাজার মেট্রিকটন গম আমদানিসহ চারটি প্রস্তাব উঠার কথা রয়েছে। এছাড়া বৈঠকে এডিবির আওতায় বাংলাদেশ রেলওয়ে উন্নয়ন শীর্ষক আমব্রেলা প্রকল্পের সুপারভিশন পরামর্শক নির্বাচনের প্রস্তাব অনুমোদনের জন্য উঠবে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ২৫ হাজার টন ইউরিয়া এবং মংলা বন্দরের মাধ্যমে আরো ২৫ হাজার টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবও উঠছে ক্রয় কমিটিতে।

(দ্য রিপোর্ট/আরএমএম/শাহ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর