thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সুনামগঞ্জে এক রশিতে দম্পতির আত্মহত্যা

২০১৩ ডিসেম্বর ০৯ ১৪:৫৪:৫৯
সুনামগঞ্জে এক রশিতে দম্পতির আত্মহত্যা

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে আলী আহমদ (২৮) ও জেসমিন বেগম (২০) নামে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পশ্চিম সলফ গ্রামের বসতঘরের (ধরনা) সিলিংয়ের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়। আলী আহমদ পশ্চিম সলফ গ্রামের সবুজ আলীর ছেলে ও জেসমিন বেগম একই গ্রামের এবদাল মিয়ার মেয়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান জানান, পারিবারিক অশান্তির কারণে রবিবার রাতে তারা আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর