thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

পাকিস্তানের কোচ হতে চান মঈন খান

২০১৩ ডিসেম্বর ০৯ ১৪:৫৮:০৭
পাকিস্তানের কোচ হতে চান মঈন খান

দ্য রিপোর্ট ডেস্ক : দেশি বা বিদেশি কোচের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান না পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তার মতে, ‘জাতীয় দলের জন্য বোর্ড দেশি কিংবা বিদেশি যে কোনো কোচই নিয়োগ দিক; তাতে কোনো পার্থক্য সৃষ্টি হবে না।’

হাফিজ বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোর তার সর্বোচ্চ দিয়ে দলের জন্য চেষ্টা করেছেন।’ তিনি যোগ করেছেন, ‘দেশি কিংবা বিদেশি কোচ আসুক আমাদের মধ্যে কোনো পার্থক্য গড়ে উঠবে না এবং এ সিদ্ধান্ত নেবে বোর্ড। তবে আমি এ কথা বলতে পারি যে হোয়াটমোরও আমাদের সঙ্গে কঠোর পরিশ্রম করেছেন এবং তিনি তার সেরাটাই দিয়েছেন। একজন কোচ সামান্য কিছুই করতে পারেন বাকিটা টেনে নেয়ার কাজ ক্রিকেটারদের।’

পাকিস্তান দলের ম্যানেজার মঈন খান জাতীয় দলে বিদেশি কোচের বিপক্ষে কথা বলেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ২ বছরের মেয়াদ শেষ হওয়ার পর আর চুক্তি নবায়ন করতে চান না হোয়াটমোর। খুব শিগগিরই নতুন কোচ নিয়োগের ঘোষণা দেবে পিসিবি। সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে মঈন খান ও হাফিজের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

মঈন খান বলেছেন, ‘সব সময়ই আমি একজন স্থানীয় কোচের পক্ষে। এমনকি টিম ম্যানেজার যখন ছিলাম না তখনো আমি একথা বলেছি। স্থানীয় একজন কোচের সঙ্গে ক্রিকেটারদের বুঝাপড়াটা ভালো হয়। দলের উন্নতিতে এটা কার্যকর ভূমিকা রাখতে পারে।’ তিনি ওই পদে নিজের আগ্রহের কথা প্রকাশ করে বলেছেন, ‘এ কাজে আমাদের সাবেক ক্রিকেটারদের আমাদের কাজে লাগানো উচিত। আমি যে কোনো অবস্থাতে আমার দেশকে সেবা দিতে প্রস্তুত।’

দেশ ছাড়ার প্রাক্কালে মঈনের এমন মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে। সাবেক খেলোয়াড় ও সমালোচকদের মতে তার এমন মন্তব্য শ্রীলঙ্কা সিরিজে দলের ড্রেসিং রুমের পরিবেশ ভারি করে তুলতে পারে। বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটি সাম্প্রতিক এক বৈঠকে কোচ হিসেবে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে প্রস্তাব দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/শাহ/সিজি/ডিসেম্বর ৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর