thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে

২০১৩ ডিসেম্বর ০৯ ১৫:০২:১৬
সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে

দ্য রিপোর্ট প্রতিবেদক: একদিনের ব্যবধানে দেশের উভয় ‍পুঁজিবাজারে সোমবার নিম্নমুখী প্রবণতা ফিরে এসেছে। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে অধিকাংশ কোম্পানির দর পতন হয়েছে। তবে সূচক কমলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৪৭ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার টাকা।

রবিবার দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪৩০২ পয়েন্টে অবস্থান করে। এ দিন ডিএসইতে লেনদেন হয় ৫২৬ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার টাকা। অর্থাৎ সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১২০ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দিনশেষে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৩ লাখ টাকা। রবিবার সিএসইতে লেনদেন হয় ৭৬ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ সোমবার সিএসইতে লেনদেন কমেছে ৭৩ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/শাহ/রা/এইচকে/ডিসেম্বর ৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর