thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভেনেজুয়েলার স্থানীয় নির্বাচনে জয় পেল ক্ষমতাসীন দল

২০১৩ ডিসেম্বর ০৯ ১৫:০৪:২২
ভেনেজুয়েলার স্থানীয় নির্বাচনে জয় পেল ক্ষমতাসীন দল

দ্য রিপোর্ট ডেস্ক : ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি (ইউসিপি) রবিবারের স্থানীয় নির্বাচনে অধিকাংশ আসনে জয় পেল। খবর বিবিসি ও আল জাজিরার।

দলটি দেশের ৩৩৭টি মিউনিসিপ্যালের মেয়র পদের মধ্যে ২৫৭টি আসন জিতেছে। ইউসিপির প্রাপ্ত ভোটের পরিমাণ ৪৯ শতাংশ। অন্যদিকে বিরোধীদের পাওয়া ভোটের পরিমাণ ৪৩ শতাংশ। ভোট দেওয়ার পরিমাণ ছিল ৫৯ শতাংশ। একই সঙ্গে ২ হাজার সিটি কাউন্সিলের অফিসারও নির্বাচিত হয়েছে।

বিরোধী দল জিতেছে রাজধানী কারাকাসসহ বড় শহরগুলোতে। অন্যদিকে সরকারি দল জিতেছে গ্রামে।

এটা প্রেসিডেন্ট মাদুরোর জন্য বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা ছিল। তিনি চলতি বছরের এপ্রিল মাসে হুগো চেভেজের স্থলাভিষিক্ত হন। নভেম্বরে মাদুরো ডিক্রি জারির মাধ্যমে দুর্নীতি ও মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের ঘোষণা দেন। অন্যদিক বিরোধীপক্ষ অপরাধ, মূল্যস্ফীতি ও অতিপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ আনে তার বিরুদ্ধে।

স্থানীয় নির্বাচন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখলেও দুইপক্ষই একে মর্যাদার লড়াই হিসেবে দেখেছে। তবে বিরোধী নেতা হেনরিক কাপরিলেস অভিযোগ করেছেন, নির্বাচনের আয়োজন ত্রুটিপূর্ণ ছিল।

(দ্য রিপোর্ট/শাহ/ডব্লিউএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর