thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লেনিনের মূর্তি ভেঙ্গে ফেলল ইউক্রেনের বিক্ষোভকারীরা

২০১৩ ডিসেম্বর ০৯ ১৫:১৩:৩০
লেনিনের মূর্তি ভেঙ্গে ফেলল ইউক্রেনের বিক্ষোভকারীরা

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকারবিরোধী বিক্ষোভকারীরা সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের মূর্তি নামিয়ে হাতুড়ি দিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। খবর সিএনএন।

রবিবার এ ঘটনা ঘটে। এর আগে সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনের বিভিন্ন স্থান থেকে এই সোভিয়েত নেতার মূর্তি সরিয়ে ফেলা হয়।

এ ঘটনাকে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সাম্প্রতিক রাশিয়া সম্পর্কের প্রতি প্রতীকী চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

দেশটির ওপর মস্কোর প্রভাবের বিরুদ্ধে বিক্ষোভকারীরা রাজধানী কিয়েভের ইন্ডিপেন্ডেন্ট স্কয়ারের সমবেত হয়ে হয়ে ইয়ানুকোভিচ সরকারের পদত্যাগ দাবি করে।

নভেম্বর মাসে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তিতে আসার সিদ্ধান্ত নেয়। যা মূলত প্রাক্তন দখলদার মস্কোর অর্থনৈতিক স্বার্থেই যাবে। এরপর থেকে বিরোধীপক্ষ এর বিরোধিতা করে আসছে।

(দ্য রিপোর্ট/শাহ/ডব্লিউএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর