thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে পুলিশ-শিবির সংঘর্ষ, আটক ২১

২০১৩ ডিসেম্বর ০৯ ১৫:১৮:০৫
চট্টগ্রামে পুলিশ-শিবির সংঘর্ষ, আটক ২১

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫-৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় সোমবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। অন্যদিকে শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার দ্য রিপোর্টকে জানান, সকাল সাড়ে ১১টায় নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় শিবির মিছিল বের করে। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশকে লক্ষ্য করে শিবিরকর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাকলিয়া থানার এসআই আনোয়ার হোসেনসহ ৫-৬ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ ২ শিবিরকর্মীকে আটক করেছে।

এর আগে কর্নেলহাট এলাকায় র‌্যাব-পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ১০নং ওয়ার্ড শিবিরের সভাপতি আরিফুল ইসলামসহ ৭ জনকে আটক করে।

শিবির (দক্ষিণ) শাখার প্রচার সম্পাদক জামিল আব্দুল্লাহ দ্য রিপোর্টকে জানান, নগরীর আগ্রাবাদ বড়পোল, নীমতলা চৌমুহনী, কাটগড়, সাগরিকা রোড় কলকা সিএনজি স্টেশনের সামনে ছাত্রশিবির মহানগরীর (দক্ষিণ) উদ্যোগে হরতালে পিকেটিং ও মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, বিভিন্ন এলাকা থেকে পুলিশ ২১ শিবিরকর্মীকে আটক করেছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/শাহ/এমএইচও/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর