thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

দুই কোম্পানির দর বাড়ার কারণ নেই!

২০১৩ ডিসেম্বর ০৯ ১৫:৩৮:৪১
দুই কোম্পানির দর বাড়ার কারণ নেই!

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে তালিকাভুক্ত দুই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। কোম্পানি দুটি হলো- চামড়া খাতের লিগ্যাসী ফুটওয়্যার এবং বস্ত্র খাতের আরগন ডেনিমস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিগত কয়েক কার্যদিবসে দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার পেছনে কি কারণ রয়েছে তা জানতে চেয়ে চিঠি পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) কর্তৃপক্ষ। জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানানো হয়।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত ২৬ নভেম্বর থেকে থেমে থেমে বাড়ছে লিগ্যাসী ফুটওয়্যারের শেয়ার দর। গত ৯ কার্যদিবসে এ শেয়ারের দর ৪২ শতাংশ বা ১৩.৯ টাকা বেড়েছে।

গত ৬ কার্যদিবসে আরগন ডেনিসমের শেয়ার দর ২১ শতাংশ বা ১৫ টাকা বেড়েছে।

(দ্য রিপোর্ট/রা/এইচকে/ডিসেম্বর ৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর